""

বিজিবি’র হামলা-ভাংচুরের প্রতিবাদে স্বনির্ভর বাজারে দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা

খাগড়াছড়ি : গতকাল বুধবার খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে হিল উইমেন্স ফেডারেশনের শান্তিপূর্ণ মিছিলে বিজিবি-পুলিশ হামলা চালায়। এ সময় বিজিবি সদস্যরা স্বনির্ভর বাজারের দোকানপাটে হামলা-ভাংচুর করে ও দোকানদারগণকে হুমকি দিয়ে জোরপূর্বক দোকানপাট বন্ধ করতে বাধ্য করে।

উক্ত হামলা-ভাংচুরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৮ জুন) ১ দিনের জন্য স্বনির্ভর বাজারের দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ী দোকান মালিক ও বাজার কমিটি।
স্বনির্ভরে ঘুরে দেখা গেছে বাজারের সকল দোকানপাট বন্ধ রয়েছে। প্রতিদিন বাজারে লোকজনের সমাগম ঘটলেও আজকে লোকজনের উপস্থিতি নেই। ফলে বিরাজ করছে সুনসান নিরবতা।
স্বনির্ভর বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, গতকাল বিজিবি সদস্যরা বাজারের দোকানপাটে হামলা-ভাংচুর চালিয়েছে। দোকানদারগণকে হুমকি দিয়ে দোকান বন্ধ করতে বাধ্য করেছে। এরই প্রতিবাদে আজকে দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
স্বনির্ভর বাজারের পার্শ্ববর্তী হয়েও বিজিবি সদস্যদের এহেন আচরণে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং আগামীতে যাতে এ ধরনের কোন ঘটনা না ঘটে তার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
——————







0/Post a Comment/Comments