""

লক্ষ্মীছড়িতে এক পাহাড়ি নারীকে হত্যা!


লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বক্যাছড়া গ্রামের বাসিন্দা নাগরি চাকমা(৩০) নামে এক পাহাড়ি নারীকে হত্যা করা হয়েছে। তার স্বামী মুরুল্যা চাকমা একজন কাঠুরিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগরি চাকমা দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে গ্রামে গরু চরানোর কাজ করতো। গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে সে গরু চরাতে ও তরিতরকারি সংগ্রহ করতে গিয়ে আর বাড়িতে না ফেরায় তার পরিবার ও গ্রামের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। 

এরপর আজ শুক্রবার (৩ মে) সকালে আবারো অনেক খোঁজাখুজির পর পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে তার লাশ পাওয়া যায়।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী এলাকায় ভূমিদস্যু মো: আনিস কোম্পানির আলুবাগান রয়েছে। সেখানে মাঝে মধ্যে গরুগুলো গিয়ে আলুক্ষেত নষ্ট করার অভিযোগ করে কোম্পানির দায়িত্বরত সেটলার লেবার সর্দাররা প্রায় সময় নাগরিকে নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করত। 

এর জের ধরে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। এছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তারা জানান।

উক্ত ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লক্ষ্মীছড়ি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
----------------





0/Post a Comment/Comments