""

বাঘাইছড়িতে গণঅপহরণের অভিযোগ


রাঙামাটি প্রতিনিধি
।। রাঙামাটির বাঘাইছড়িতে গণঅপহরণের খবর পাওয়া গেছে। এতে অপহৃত হওয়া ১৫ জনের নাম পাওয়া গেছে।

আজ শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টার সময় করেঙাতলী বাজারে এ অপহরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা এ অপহরণের জন্য সংস্কারবাদী জেএসএস-কে দায়ি করেছেন।

জানা গেছে, আজ করেঙাতলী বাজারের হাটবার হওয়ায় বিভিন্ন এলাকার লোকজন বাজারে আসেন। সকাল সাড়ে ৮টার সময় সংস্কারবাদী জেএসএস-এর একটি সশস্ত্র গ্রুপ বাজারে হানা দেয় এবং বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে।

পরে সন্ত্রাসীরা একে একে লোকজনকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত ব্যক্তিদের মধ্যে যে ১৫ জনের নাম পাওয়া গেছে তারা হলেন- ১.পুন্য সাধন চাকমা(৪০), পিতা-গুনেশ্বর চাকমা, গ্রাম- বেতাগী ছড়া, বঙ্গলতলী, ২. তপন চাকমা (২৮), পিতা- অরুণ চাকমা, গ্রাম- ঐ, ৩. অঙ্গদ চাকমা (৪০), পিতা- কুনেন্দু লাল চাকমা, গ্রাম- বঙ্গলতলী, ৪. মঙ্গে চাকমা, গ্রাম- বঙ্গলতলী, ৫. কান্দারা চাকমা, গ্রাম- বঙ্গলতলী, ৬. সঞ্জয় চাকমা, পিতা- সুভাষ চন্দ্র চাকমা, গ্রাম- ভালুকমারা, ৭. সুচারু চাকমা, পিতা- শান্তি কুমার চাকমা, গ্রাম- খেদারাছড়া, ৮. অজয় চাকমা, পিতা-অমর চাকমা, গ্রাম- খেদারাছড়া, ৯. অমরচার্য্য চাকমা, গ্রাম- ডলুবন্যা, ১০. ধন কুমার চাকমা, গ্রাম- ডলুবন্যা, ১১. রিপন চাকমা, পিতা- কালায়্যা চাকমা, গ্রাম- ভুইয়ো ছড়া, ১২. সুবেশ চাকমা, পিতা- সমীরণ চাকমা, গ্রাম- ভুইয়ো ছড়া, ১৩. প্রিয়ময় চাকমা, পিতা- মুকুট চাকমা, গ্রাম- বঙ্গলতলী, ১৪. শান্তি কুমার চাকমা, গ্রাম- ডলুবন্যা, ১৫. অরুণ চাকমা, গ্রাম- ভুইয়ো ছড়া।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী এলাকায় করেঙাতলী আর্মি ক্যাম্প থাকলেও সন্ত্রাসীদের তাণ্ডবের সময় সেনারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে সন্ত্রাসীরা নির্বিঘ্নে বাজারে আসা লোকজনকে অপহরণ করে নিয়ে যেতে সক্ষম হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন এ ঘটনার জন্য সংস্কারবাদী জেএসএস-কে দায়ি করে বলেন, সপ্তাহখানিক ধরে সুদর্শন-পেলের নেতৃত্বাধীন সংস্কারবাদী জেএসএস-এর একটি সশস্ত্র দল এলাকায় অবস্থান নিয়ে অপহরণ, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালালেও অজ্ঞাত করণে প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না।

প্রশাসন ও  সেনাবাহিনীর যোগসাজশে সন্ত্রাসীরা জনগণের উপর অত্যাচার চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
---------------





0/Post a Comment/Comments