""

রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক মহালছড়ি বাজার থেকে তিন ব্যক্তিকে অপহরণের অভিযোগ

মহালছড়ি, সিএইচটি নিউজ
০৯ জুন ২০২০, মঙ্গলবার

রাষ্ট্রীয় বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসীরা খাগড়াছড়ির মহালছড়ি বাজার থেকে আজ মঙ্গলবার (০৯ জুন ২০২০) সকালে তিন ব্যক্তিকে অপহরণ করে মোটা অংকের টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

জানা গেছে, আজ মহালছড়ি বাজারের সাপ্তাহিক হাটবার হওয়ায় সকালে সিএনজিযোগে রাঙামাটির নান্যাচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনয়নের ধাজ্জেছড়ি গ্রামের বাসিন্দা ১.আবুল্লে চাকমা(৩৮) পিতা- পদ্ম রঞ্জন চাকমা, ২. শরবিন্দ চাকমা (৪০) পিতা- কামিনী কুমার চাকমা, ৩.পুতুল্লে চাকমা (৩৮) পিতা-দয়াল চাকমা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য মহালছড়ি বাজারে যান। 

পরে সেখান থেকে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে স্থানীয় মুরুব্বীদেরকে মোবাইলে ফোন করে তাদের মুক্তির বিনিময়ে প্রথমে ৫ লক্ষ টাকা দাবি করে। এরপর সকাল ১১টার সময় সন্ত্রাসীরা ৩ লক্ষ টাকা দাবি করে পূনরায় মুরুব্বীদের ফোন করে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অপহৃত তিন জনের মধ্যে আবুল্লে চাকমা সিএনজি (অটোরিক্সা) চালক ও অপর দু’জন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন।

এদিকে অপহরণের খবর পেয়ে উক্ত তিন ব্যক্তির পরিবারের সদস্যরা খুবই উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। 
----




0/Post a Comment/Comments