""

বান্দরবানে মধ্যরাতে সেনাবাহিনী কর্তৃক এক পাহাড়ি যুবককে আটক

বান্দরবান প্রতিনিধি, সিএইচটিনিউজ
বুধবার, ০৮ জুলাই ২০২০

বান্দরবান সদর উপজেলার কুয়ালং ইউনিয়নের উজিওয়া হেডম্যান পাড়া থেকে গতকাল মঙ্গলবার (৭ জুলাই ২০২০) দিবাগত মধ্যরাতে সেনাবাহিনী সুমন মারমা(২৭) নামে এক পাহাড়ি যুবককে আটক করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

আটক সুমন মারমার বাড়ি বালাঘাটার আমবাগান এলাকায়। তবে তিনি উজি হেডম্যান পাড়ায় ঘরজামাই হিসেবে শ্বশুর বাড়িতে বসবাস করে ভাড়ায় মোটর সাইকেল ও মাহেন্দ্র গাড়ি চালিয়ে সংসার পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার সময় ৩টি গাড়িতে করে সেনাবাহিনীর সদস্যরা উজি হেডম্যান পাড়ায় হানা দেয় এবং পুরো গ্রাম ঘেরা্ও করে ফেলে।

এ সময় সেনারা ঘুমন্ত গ্রামবাসীদের জোরপূর্বক জাগিয়ে তোলে এবং নারী-পুরুষ সবার জাতীয় পরিচয়পত্র চেক করে। কিন্তু সেখানে ঘরজামাই হিসেবে শ্বশুর বাড়িতে থাকা সুমন মারমা তার জাতীয় পরিচয়পত্র দেখাতে না পারায় সেনারা আটক করে নিয়ে যায়।

এদিকে পরিবারের লোকজন তার বিষয়ে স্থানীয় সেনাজোনে যোগাযোগ করলে আটকের বিষয়টি অস্বীকার হয়েছে বলে জানা গেছে। ফলে পরিবারের লোকজন উদ্বেগের মধ্যে রয়েছেন।

আজ বুধবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।
---





0/Post a Comment/Comments