""

বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার দাবি জানিয়েছেন ঘাগড়া এলাকাবাসী

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার দাবি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটির ঘাগড়া এলাকাবাসী।

আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ দুপুর ১.০০টার সময় ঘাগড়া ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন এলাকার মুরুব্বী চিরঞ্জীত চাকমা, অরুন চাকমা, শান্তি চাকমা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্তু চাকমা।

বক্তারা বলেন, সংঘাত কোন জাতির পক্ষে শুভ নয়। ভ্রাতিঘাতি সংঘাতে জাতীয়ভাবে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা হারিয়েছি জাতির অনেক উদীয়মান রাজনৈতিক নেতা-কর্মীকে। আমরা অচিরেই এই সংঘাত বন্ধ চাই, বৃহত্তর জাতীয় ঐক্য চাই।


বক্তারা আরো বলেন, সরকার আমাদের জুম্ম দলগুলোর মধ্যে ভ্রাতিঘাতি সংঘাত উস্কে দিয়ে আমাদের ভূমি কেড়ে নেয়াসহ জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সরকারের এই ষড়যন্ত্রের ফাঁদে পড়া মানেই জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া।

বক্তারা সকল বিভেদ ভুলে জাতির অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলগুলোর প্রতি আহ্বান জানান। একই সাথে তারা ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেয়ার ষড়যন্ত্র বন্ধ করার জন্য সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন।

 

---





0/Post a Comment/Comments