Saturday, October 17, 2020

রামগড়ে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফের মেসঘর ভাংচুর, লুটপাট

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২০

খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়া নামক স্থানে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ কর্মীদের ব্যবহৃত একটি মেসঘর ভাংচুর ও ঘরের জিনিসপত্র লুটপাট চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৭ অক্টোবর ২০২০) ভোররাত ৪:০০টার দিকে সিন্দুকছড়ি জোন থেকে একদল সেনা সদস্য হাচুক পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা সেখানে অবস্থিত ইউপিডিএফ কর্মীদের ব্যবহৃত মেসঘরটিতে হামলা চালায় এবং ঘরটি ভেঙে চুরমার করে দেয়। অবশ্য এ সময় ঘরে কেউ ছিলেন না।

মেসঘরটি ভাংচুরের পর সেখান থেকে চলে যাবার সময় সেনা সদস্যরা ঘরে রাখা চাউল, হাড়ি-পাতিল, থালা-বাসন, তরিতরকারি, কাপড়চোপড়, সোলার, ফ্যানসহ যাবতীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এর আগে গভীর রাত ২টা/আড়াইটার দিকে দিকে সেনারা উপজেলার তবলা পাড়ায় হানা দিয়ে ইউপিডিএফ কর্মী খোঁজার নামে নিরীহ জনসাধারণকে হয়রানি করে বলে স্থানীয়রা জানান। এসময় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

সেনাবাহিনী কর্তৃক মেসঘর ভাংচুর্ ও জিনিসপত্র লুটপাটের ঘটনায় ইউপিডিএফের রামগড় ইউনিটের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

No comments: