""

মাটিরাঙ্গায় এক ব্যক্তি থেকে টাকা ও মোবাইল কেড়ে নিয়েছে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২০

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা গিরাতি ত্রিপুরা নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ ৪,৫০০ টাকা ও একটি মোবাইল কেড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (১৭ অক্টোবর ২০২০) সকাল ১০টার সময় মাটিরাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

গিরাতি ত্রিপুরার বাড়ি মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৪নং প্রকল্প গ্রামে। তার পিতার নাম মোহন ত্রিপুরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গিরাতি ত্রিপুরা আজ সকালে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মাটিরাঙ্গা বাজারে গেলে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা কোন কারণ ছাড়াই তাকে ধরে একটি চারতলা বিল্ডিংয়ে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে নেয়ার পর সন্ত্রাসীরা তাকে নানা হুমকি-ধমকি দিয়ে তার হাতে থাকা নগদ ৪,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জোর করে কেড়ে নেয়। এরপর সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।

ভূক্তভোগী ব্যক্তি গ্রামে চায়ের দোকান দিয়ে কোন রকমে সংসার চালান বলে জানা গেছে। সন্ত্রাসীরা তার সব টাকাগুলো কেড়ে নেয়ায় খালি হাতে তাকে বাড়ি ফিরতে হয়।

এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা বাজারে অবস্থান করে এলাকার সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করার পরও প্রশাসন তাদের বিরুদ্ধে প্রশাসনের কোন পদক্ষেপ নেয় না। ফলে তারা দিন দিন আরো বেপরোয়া হয়ে জন নিরাপত্তার চরম হুমকি হয়ে উঠেছে।

তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

---





0/Post a Comment/Comments