""

বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তিকে আটক, পরে মুক্তি

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকা থেকে সেনাবাহিনী জুয়েল চাকমা (২৫), নামে এক মোটর সাইকেল চালককে আটক করে করেঙাতলী ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে দুই ঘন্টার অধিক আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের পর ছেড়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জুয়েল চাকমার পিতার নাম জীব রঞ্জন চাকমা। তিনি পেশায় একজন মোটর সাইকেল চালক।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি ২০২১) দুপুর ১২টার দিকে জুয়েল চাকমা বঙ্গলতলী এলাকা থেকে মোটর সাইকেলে যাত্রী নিয়ে করেঙাতলী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে এলাকায় টহলরত সেনা সদস্যরা জুয়েলের মোটর সাইকেল গতিরোধ করে এবং তাকে আটক করে করেঙাতলী ক্যাম্পে নিয়ে যায়।

ক্যাম্পে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের পর দুপুর আড়াইটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে খবর পাওয়া গেছে।





0/Post a Comment/Comments