""

মানিকছড়িতে প্রয়াত শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা’র স্মরণসভা

 মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১


খাগড়াছড়ির মানিকছড়িতে প্রয়াত শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ ২০২১) সকালে ইউপিডিএফ’র মানিকছড়ি ইউনিট এই স্মরণসভার আয়োজন করে।

প্রয়াত অনন্ত বিহারী খীসার সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালনের পর স্মরণসভা শুরু হয়।

ইউপিডিএফ’র মানিকছড়ি ইউনিটের সংগঠক ক্যহ্লাচিং মারমার সভাপতিত্ব স্মরণসভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির শুভ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সোহেল চাকমা ও মানিকছড়ি উপজেলা সভাপতি অংহ্লাচিং মারমা ও এলাকার প্রতিনিধি সজল বাবু প্রমুখ

বক্তারা অনন্ত বিহারী খীসার অবদানের কথা তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামে অনন্ত বিহারী খীসার মতো একজন শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতি সচেতন চিন্তাবিদের বড়ই প্রয়োজন। তাঁর মতো গুণী ব্যক্তি জাতিতে বা সমাজে সহজে জন্মগ্রহণ করেন না।

বক্তারা আরও বলেন, অনন্ত বিহারী খীসা পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক চিন্তা বিকাশে যেমন ভূমিকা রেখেছেন, সমানভাবে শিক্ষা বিস্তার ও সমাজসেবামূলক কাজেও অনন্য ভূমিকা পালন করে গেছেন। তার অবদান জাতি কখনো ভুলতে পারবে না। তিনি পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ির সদরের অনন্ত মাষ্টার পাড়ার নিজ বাড়িতে প্রয়াত হন শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা।





0/Post a Comment/Comments