""

প্রয়াত অনন্ত বিহারী খীসার স্মরণে বাঘাইছড়িতে স্মরণসভা

 বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ০৩ মার্চ ২০২১


রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সমাজসেবক প্রয়াত অনন্ত বিহারী খীসার স্মরণে এক স্মরণসভা আয়োজন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বাঘাইছড়ি ইউনিট।

আজ বুধবার (৩ মার্চ ২০২১) সকাল ১১টায় অনুষ্ঠিত স্মরণসভায় ইউপিডিএফ-এর বাঘাইছড়ি ইউনিটে সংগঠক নিরোদ চাকমার সভাপতিত্বে ও রুপম চাকমারসঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর বাঘাইছড়ি উপজেলা ইউনিট সমন্বয়ক অক্ষয় চাকমা, সংগঠক বিধান চাকমা প্রমুখ। 

স্মরণসভায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিশিষ্ট মুরুব্বী, স্কুল শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা শুরুতে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালনের মাধ্যমে প্রয়াত অনন্ত বিহারী খীসার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।


সভায় বক্তারা বলেন, প্রয়াত অনন্ত বিহারী খীসা ছিলেন পার্বত্য চট্টগ্রামে জনগণের মাঝে অভিভাবক তুল্য একজন চিন্তাশীল ব্যক্তিত্ব। শিক্ষা, রাজনীতি ও সমাজ বিনির্মাণের ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম। তাঁর প্রয়াণে জাতি এমন এক মহান ব্যক্তিকে হারিয়েছে, যার শূণ্যতা জাতি সারাক্ষণ অনুভব করবে।

বক্তারা আরও বলেন, অনন্ত বিহারী খীসার মতো একজন গুণী মানুষকে আমাদের সর্বদা স্মরণে রাখতে হবে। তিনি যে স আদর্শ ও নীতি-নৈতিকতা আজীবন লালন করে গেছেন সেগুলোকে পথেয় হিসেবে ধারণ করতে পারলেই তাঁর প্রতি সম্মান প্রদর্শন সার্থক হবে।

সভায় বক্তারা জাতীয় বৃহত্তর স্বার্থে সংঘাতর বন্ধ করে করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরত্বারোপ করেন এবং সাজেক, চিম্বুকসহ পার্বত্য চট্টগ্রামে ভূমি রক্ষার আন্দোলনে ঝাপিয়ে পড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ২০২১ দুপুর ১২:৪৫টায় খাগড়াছড়ি সদরের অনন্ত মাষ্টার পাড়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সমাজসেবক অনন্ত বিহারী খীসা।





0/Post a Comment/Comments