""

সাজেকে পাহাড়িদেরকে ঘর নির্মাণে বাধা দেয়ার অভিযোগ

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ০২ মার্চ ২০২১

প্রতীকী ছবি

রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট হতে রুইলুই পর্যটন পর্যন্ত রাস্তার পাশ্ববর্তী এলাকায় বসবাসকারী পাহাড়িদেরকে ঘর নির্মাণে সেনাবাহিনী কর্তৃক বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাজেকের উজোবাজার, হাজাছড়া ও কঙোয়্যাতলী গ্রামবাসীদের অভিযোগ, তারা রাস্তার পাশ্ববর্তী এলাকায় নতুন ঘর নির্মাণ কিংবা পুরাতন ঘর ভেঙে নতুন করে নির্মাণ করতে গেলেই সেনাবাহিনীর সদস্যরা এসে বাধা দেয়। ফলে গ্রামবাসীদের অনেকে নিজেদের ঘর নির্মান করতে পারছেন না।

তারা অভিযোগ করে আরও বলেন, রাস্তা থেকে দৃষ্টিগোচর হয় এমন স্থানেও তাদেরকে ঘর নির্মাণ করতে দেওয়া হচ্ছে না। যার কারণে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

তবে কি কারণে গ্রামবাসীদের ঘর নির্মাণে বাধা দেওয়া হচ্ছে তা জানা সম্ভব হয়নি।





0/Post a Comment/Comments