""

সাজেকে কাঁচা মালামাল পরিবহন ও বিক্রিতে বাধা দেয়ার অভিযোগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ 

আটকিয়ে দেওয়া কলার ট্রাক

রাঙামাটির সাজেক ইউনিয়নের উজো বাজার, মাচলং বাজার সহ পাশ্ববর্তী করেঙাতলী বাজারে পাহাড়িদেরকে উপাদিত কাঁচা মালামাল পরিবহন ও বিক্রিতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এমনকি সাজেক থেকে কলাসহ কাঁচা মালামাল বহনকারী গাড়িও কোথাও যেতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় কলা বহনকারী গাড়ি আটকিয়ে দেওয়া হয়েছে। ফলে নষ্ট হয়ে যাচ্ছে এসব কলা। এলাকাবাসী পড়েছেন চরম দুর্ভোগে।

এলাকাবাসী এ বাধাদানের জন্য বাঘাইহাট জোন কর্তৃপক্ষকে দায়ি করেছেন। জোনের এফ আই মো. আতিক নিজে কলার গাড়ি আটকিয়ে দিচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

বিষয়টি সুনজরে দেখার জন্য এলাকাবাসী প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেছেন।

আটকিয়ে দেওয়ার ফলে নষ্ট হয়ে যাচ্ছে কলা






0/Post a Comment/Comments