""

জুরাছড়িতে দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি, অপর একজনকে আটক, পরে মুক্তি


রাঙামাটি 
।। রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদুঙ ইউনিয়নের আমতলা ও গাত্তোপাড়া নামক গ্রামে সেনাবাহিনী কর্তৃক দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি ও অপর একজনকে আটকের পর মারধর শেষে মুক্তি দেওয়া হয়েছে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন ২০২১) এ ঘটনা ঘটে।

আটক ও মারধরের শিকার ব্যক্তি হলেন সবিনয় চাকমা (৩৫), পিতা-গুরিমরত্তো চাকমা, গ্রাম-আমতলা, মৈদুং ইউনিয়ন। অপরদিকে যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- কান্তি চাকমা (২৮), পিতা-হেঙত্তে চাকমা, গ্রাম-আমতলা ও শ্রীমন্ত চাকমা (৭০), পিতা-অজ্ঞাত, গ্রাম-গাত্তোপাড়া।

জানা যায়, আজ সকালে উপজেলার বনযোগীছড়া সেনা জোনের আওতাধীন লুলংছড়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. কুতুক এর নেতৃত্বে ২৭ জনের একটি সেনাদল প্রথমে আমতলা গ্রামের কান্তি চাকমার বাড়িতে ও পরে গাত্তোপাড়া গ্রামের শ্রীমন্ত চাকমার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাড়ির জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়।

পরে বিকাল ৪ টার দিকে সেনা সদস্যরা আমতলা গ্রামের বাসিন্দা সবিনয় চাকমাকে আটক ও বেদম মারধর করে। এরপর রাত আনুমানিক ৭:৩০ টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।





0/Post a Comment/Comments