""

নান্যাচরে পিসিপি’র বিক্ষোভ, আটক পিসিপি নেতা রুপায়ন চাকমার নিঃশর্ত মুক্তি দাবি


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। সাজেকে সেনাবাহিনী কর্তৃক পিসিপি’র সাজেক থানার শাখার সভাপতি রুপায়ন চাকমাকে অন্যায়ভাবে আটকের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে নান্যাচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নান্যাচর উপজেলা শাখা।

আজ বুধবার (১৬ জুন ২০২১) মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফ সংগঠক গিরি চাকমা, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা ও নান্যাচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লুইস চাকমা।

বক্তরা বলেন, গত ১২ জুন খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুককছড়ি ইউনিয়নের পক্ষীমুড়ো এলাকায় সেনাবাহিনী কর্তৃক সনেরঞ্জন ত্রিপুরা নামে এক গ্রামবাসীর বাড়ি রাতের অন্ধকারে ভেঙ্গে দেওয়া হয়। উক্ত ঘটনার প্রতিবাদে গতকাল (১৫ জুন) সাজেকের মাচলংয়ে এলাকাবাসীর আয়োজিত প্রতিবাদ সমাবেশে সেনাবাহিনী হামলা চালিয়ে অন্যায়ভাবে পিসিপি’র সাজেক থানা শাখার সভাপতি রুপায়ন চাকমাকে আটক করা হয়েছে।  

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অঘোষিত সেনা শাসন জারি রেখে এক দেশে দুই শাসন ব্যবস্থা জারি রেখেছে সরকার। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর কর্তৃক এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে নূন্যতম গণতান্ত্রিক পরিবেশ নেই। প্রতিনিয়ত সেনাবাহিনী কর্তৃক অন্যায় ধরপাকড়, হত্যা, মিথ্যা মামলা, তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পিসিপি নেতা রুপায়ন চাকমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রতাহারপূর্বত কাতে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।





0/Post a Comment/Comments