""

লংগদুতে বৌদ্ধ বিহারের জমি বেদখলের প্রতিবাদে নান্যাচরে বিক্ষোভ


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। লংগদু উপজেলার  ডানে আঠরকছড়া আর্যগিরি বনবিহারের জমি বেদখল, বিহার অধক্ষকে হয়রানি ও উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নান্যাচর বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের দায়ক দায়িকা বৃন্দ।

আজ শনিবার ( ১৭ জুলাই ২০২১) বিকাল ৩ টারসময় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, লংগদুর আর্যগিরি বনবিহারের জায়গাটি বেদখল করে সেখান থেকে বিহারটি উচ্ছেদের সেটলার বাঙালি ও স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসন ষড়যন্ত্র করছে। তারা অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করে বিহারটি সুরক্ষার দাবি জানান।

তারা আরও বলেন, গত কয়েকদিন আগে নান্যাচরেও মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে জায়গায় চাষাবাদসহ স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে নান্যাচর সেনা জোন সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই বিহারের জায়গা জরবদখল করা।

ধর্ম পালনের নিশ্চিয়তার দাবি জানিয়ে তারা বলেন, প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু বিহারে জায়গা জবরদখল প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা হচ্ছে।





0/Post a Comment/Comments