""

মহালছড়ির মাইসছড়িতে সেটলার কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখলের চেষ্টা, উত্তেজনা


মহালছড়ি প্রতিনিধি
 ।। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজাছড়ি ও মানিকছড়ি রবিচন্দ্র পাড়া এলাকায় সেটলার বাঙালিরা পাহাড়িদের জায়গা বেদখলের জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর ২০২১) বিকাল সাড়ে ৫টার দিকে ২০/২৫ জনের একদল সেটলার বাঙালি গিয়ে পাহাড়িদের ভোগদখলীয় জায়গায় ঘর নির্মাণ করে। পরে পাহাড়িরা বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয় এবং উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাহাড়িদের তীব্র প্রতিরোধের মুখে পরে সেটলাররা পিছু হটে চলে যায়। এরপর পাহাড়িরা সেটলারদের অবৈধভাবে তৈরি করা ঘর ভেঙে দেয়।


উক্ত ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সেনাবাহিনী ঐ এলাকায় গিয়ে অবস্থান করছে বলে জানা গেছে। এমতাবস্থায়ও দুপুরের দিকে একদল সেটলার গাড়িযোগে উক্ত স্থানে গেলে আবারও উত্তেজনার সৃষ্টি হয়।

সর্বশেষ খবরে জানা গেছে, মহালছড়ি থানার পরিদর্শক ঘটনাস্থলে গেছেন। এছাড়া এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এ বিষয়ে আর বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সেটলাররা উক্ত এলাকায় পাহাড়িদের জায়গা বেদখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়।এ সময়ও পাহাড়িরা প্রতিরোধ করে সেটলারদের তাড়িয়ে দেয়।

এলাকাবাসী সেটলারদের এমন জায়গা বেদখল ও সাম্প্রদায়িক হামলার প্রচেষ্টা বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।





0/Post a Comment/Comments