""

দীঘিনালায় শিক্ষা দিবস উপলক্ষে পিসিপির আলোচনা সভা


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।।  মহান শিক্ষা দিবস উপলক্ষে আজ ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার দীঘিনালায় আলোচনা সভা করেছে বৃহত্ত্বর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) দীঘিনালা উপজেলা শাখা।

‘শিক্ষা সুযোগ নয়, মৌলিক অধিকার, কাউকে এ থেকে বঞ্চিত করা যাবে না’ এই স্লোগানে পিসিপি দীঘিনালা উপজেলার সদস্য সুপায়ন চাকমার সভাপতিত্বে ও  মিঠুন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র দীঘিনালা উপজেলা সমন্বয়ক মিল্টন চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলার সভাপতি রিটেন চাকমা প্রমুখ।

সভা শুরু করার আগে পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের অধিকার আদায় সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, ১৯৬২ সালে এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সমাজ পাকিস্তান সরকারের শরীফ শিক্ষা কমিশনে বানিজ্য মৌখিক শিক্ষানীতির বিরুদ্ধে হরতালের ডাক দিয়েছিল। কিন্তু আইয়ুবশাহী সরকার ছাত্রদের আন্দোলন দমনে আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি চালিয়ে অনেক আন্দোলকারীকে হত্যা করে, অনেককে গ্রেফতার করে। কিন্তু এতেও ছাত্রদের দমিয়ে রাখা যায়নি। পরে আইয়ুব খানের সরকার শরীফ কমিশনের শিক্ষানীতি স্থগিত করতে বাধ্য হয়।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও এদেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষানীতি প্রণয়নের ফলে দেশের বর্তমান শিক্ষাক্ষেত্রে এক জগাখিচুড়ি অবস্থা চলছে। এর থেকে উত্তরণের জন্য বৈষম্যহীন ও গণমুখী শিক্ষানীতি প্রণয়নের কোন বিকল্প নেই।  

বক্তারা অবিলম্বে ঝরে পড়া শিক্ষার্থী ও শিক্ষকতা ছাড়তে বাধ্য হওয়া শিক্ষকদের স্বপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ গোটা দেশের শিক্ষা ব্যবস্থা আজ নাজুক। কোভিড-১৯’র অজুহাতে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ে গেছে এবং অনেক শিক্ষক শিক্ষকতা ছেড়ে অন্য পেশা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। তাই ঝড়ে পড়া সকল শিক্ষার্থী ও শিক্ষকতা ছেড়ে অন্য পেশায় যাওয়া শিক্ষকদের ফিরিয়ে আনতে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আলোচনা সভা থেকে বক্তারা পাহাড়ি ছাত্র পরিষদের শিক্ষা সংক্রান্ত ৫ দফা যথাযথ বাস্তবায়নেরও জোর দাবি জানিয়েছেন।





0/Post a Comment/Comments