""

সরকারের বন্ধের তালিকায় সিএইচটি নিউজ সহ পাহাড়ের ৫টি নিউজ পোর্টাল


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশে ১৭৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে নির্দেশ দিয়েছে। এ তালিকায় রয়েছে পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় নিউজ পোর্টাল Cht News (chtnews.com)সহ পাহাড়ের অন্তত ৫টি অনলাইন নিউজ পোর্টাল। বন্ধের তালিকায় থাকা পাহাড়ের অন্য পোর্টালগুলো হলো- chtmail.com, hillvoice.net, chtmedia24.com ও indegenessmedia.wordpress.com.

সোমবার (১১ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে দেয়া এ পত্রে অনিবিন্ধিত ও অননুমোদিত নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণসহ লিঙ্ক বন্ধ করার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, বন্ধের তালিকায় থাকা Cht News, Hill Vioce ও Cht Mail মূলত পাহাড়ের নিপীড়ন-নির্যাতন, ভূমি বেদখল, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করে থাকে। যেসব ঘটনা ও খবরগুলো দেশের প্রধান সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয় না বা খুব কমই প্রকাশিত হয়ে থাকে।






0/Post a Comment/Comments