""

শাবিপ্রবি’র শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি ২০২২) বিকাল ৪টার দিকে খাগড়াছড়ি সদর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র জেলা সভাপতি নরেশ ত্রিপুরা।

তিনি বলেন, শিক্ষার্থীরা নায্য দাবি নিয়ে আন্দোলন করলে শাবিপ্রবি প্রশাসন দাবি মেনে না নিয়ে উল্টো ছাত্রলীগ ও পুলিশ লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা-গুলি চালিয়েছে। শুধু তাই নয়, পুলিশ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাও করেছে।

সমাবেশ থেকে তিনি আগামীতে পাহাড় ও সমতলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলবে বলে প্রত্যয় করেন এবং অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া, হামলাকারীদের শাস্তি ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেয়ার দাবি জানান।

---





0/Post a Comment/Comments