""

রাঙামাটিতে সেনাবাহিনী কর্তৃক ৪ গ্রামবাসীকে আটক, পরে ৩ জনকে মুক্তি


রাঙামাটি
।। রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গুরগুজ্জ্যাছড়ি গ্রাম থেকে সেনাবাহিনী কর্তৃক চার গ্রামবাসীকে আটকের অভিযোগ পাওয়া গেছে। তবে নির্যাতন ও হয়রানি শেষে পরে ক্যাম্প থেকে ৩ জনকে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গতকাল রবিবার (১৩ মার্চ ২০২২) এ সকালে ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- নাম শম্ভু লাল চাকমা (৫০), পিতা-সূর্যসেন চাকমা ও তার ছেলে আপন চাকমা (৩৩), একই গ্রামের কৃপাধন চাকমা (৪৩), পিতা-চন্দ্র সেন চাকমা ও নয়ন চাকমা, পিতা-অজ্ঞাত।

জানা যায়, গতকাল সকালে গবঘোনা সেনা ক্যাম্পের কমাণ্ডার মো. গিয়াস এর নেতৃত্বে গবঘোনা সেনা ক্যাম্প ও জীবতলী সেনা ক্যাম্প থেকে ৩০/৩৫ জনের একটি সেনাদল মগবান ইউনিয়নের গুরগুজ্যাছড়ি এলাকায় হানা দেয়।

এসময় সেনা সদস্যরা প্রথমে আপন চাকমা দোকান ঘেরাও করে। এর পরপরই সেনা সদস্যরা শম্ভু লাল চাকমা, কৃপাধন চাকমা ও নয়ন চাকমা এর বাড়ি ঘেরাও করে বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। পরে সেনা সদস্যরা উক্ত চার নিরীহ গ্রামবাসীকে একসঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে এবং এদের মধ্যে শম্ভু লাল চাকমাকে বেদম মারধর করে। 

এরপর সকাল ৮ টার দিকে সেনা সদস্যরা উক্ত ৪ গ্রামবাসীকে বাঁধা অবস্থায় জীবতলী সেনা ক্যাম্পে আটক করে নিয়ে যায়। পরে নির্যাতন ও হয়রানি শেষে বিকাল ৩ টার দিকে সেনা সদস্যরা আপন চাকমা, কৃপাধন চাকমা ও নয়ন চাকমাকে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয় বলে জানা যায়। কিন্তু শম্ভু লাল চাকমাকে ছেড়ে দেওয়া হয়নি।

পরে সেনারা শম্ভু লাল চাকমাকে অস্ত্র-গুলি গুঁজে দিয়ে রাঙামাটি কোতোয়ালি থানায় সোপর্দ করে বলে জানা গেছে।

-----





0/Post a Comment/Comments