""

সেনা হেফাজতে ইউপিডিএফ-এর নেতাকে হত্যার প্রতিবাদে নান্যাচরে তিন সংগঠনের বিক্ষোভ

নান্যাচর প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলা দীঘিনালায় সেনা হেফাজতে নির্যাতনে ইউপিডিএফ-এর নেতা নবায়ন চাকমা(মিলন)-কে হত্যার প্রতিবাদে এবং জড়িত সেনা সদস্যদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নান্যাচর বিক্ষোভ মিছিল করেছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম নান্যাচর উপজেলা শাখা। 

আজ বুধবার (১৬ মার্চ ২০২২) দুপুর ১২টায় নান্যাচর সদর এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর নান্যাচর উপজেলা ইউনিটের সংগঠক গিরি চাকমা ও অতুত চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি নেপচুন চাকমা ও সদস্য শুভ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সাংগঠনিক সস্পাদক প্রিয়তম চাকমা প্রমূখ।

বক্তারা সভায় অভিযোগ করে বলেন, ইউপিডিএফ-এর নেতা নবায়ন চাকমা(মিলন) যে বড়িতে অবস্থান করছিলেন গতকাল ভোররাতে দীঘিনালা জোনের সেনাবাহিনী একটি দল গিয়ে বাড়ি ঘেরাও করে আটক করার পর অমানুষিক  নির্যাতন  চালিয়ে হত্যা করা হয়েছে। পাবর্ত্য চট্টগ্রামের স্বারাষ্ট্র  মন্ত্রণালয়ের গণবিরোধী দমনমূলক ‘১১ দফা’ নির্দেশনা জারি করে পাহাড়ে সেনা শাসন বৈধতা দিয়ে সরকার পাহাড়ি জনগনের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে। রাষ্ট্রীয় বাহিনী ও তাদের সৃষ্ট সন্ত্রাসীদের মদ দিয়ে প্রতিনিয়ত ধরপাকড়, হত্যা-গুম-খুন-হত্যা-অপহরণ ঘটনা ঘটাচ্ছে। 

সমাবেশ থেকে বক্তারা, সেনাবাহিনীর নির্যাতনের ইউপিডিএফ-এর নেতা হত্যা ও মহালছড়ি মাইসছড়ি জয়সেন পাড়ায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে নবায়ন, রমেল চাকমাসহ পার্বত্য চট্টগ্রামের সেনা-সেটলার ও রাষ্ট্রীয় বাহিনী মদদে সংঘটিত সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারের জন্য সরকারে প্রতি আহ্বান জানান।

                                                                -----





0/Post a Comment/Comments