""

গণহত্যার ৩৩বছর উপলক্ষে লংগুদুতে পিসিপি'র স্মরণ সভা

লংগুদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৪ মে ২০২২


রাঙামাটির লংগদু গণহত্যার ৩৩তম বার্ষিকীতে লংগুদু উপজেলা সদর এলাকায় স্মরণ সভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা।  আজ বুধবার, ৪ মে ২০২২ সকাল ১০টায় লংগুদু উপজেলা সদর ইউনিয়নে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।স্মরণ সভা শুরুতে লংগুদু গণহত্যার নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

স্মরণ সভায় পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা'র সভাপতিত্বে ও  লুইস চাকমা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর লংগদু উপজেলার সংগঠক চন্দন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম জেলা সভাপতি ললিত চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক নেতা উত্তম চাকমা, বিশিষ্ট মুরুব্বী সুব্রত চাকমা ও প্রসেনজিৎ চাকমা প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, লংগুদু গণহত্যার ৩৩ বছর পূর্ণ হলেও পাহাড়ি জনগণ আজও এই নৃশংস ঘটনার বিচার পায়নি। সরকার আলোচিত এই গণহত্যার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার করেনি। এই বিচারহীনতার কারণে অপরাধীরা ঘটনার পূনরাবৃত্তি ঘটাচ্ছে। ১৯৮৯ সালের পর ২০১১ ও ২০১৭ সালে দুইবার লংগুদুতে পাহাড়িদের ওপর সাম্প্রাদায়িক হামলা সংঘটিত হয়েছে। যদি ৮৯ সালের ঘটনায় জড়িতদের আইনে আওতায় এনে বিচার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হতো তাহলে অপরাধীরা এমন ঘটনা ঘটাতে সাহস পেত না।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী পাহাড়িদেরকে ভাগ করে শাসন করার নীতি প্রয়োগের মাধ্যমে শোষণ নিপীড়ন, নির্যাতন ও হত্যা-গুম-অপহরণের মত ঘটনা বাড়িয়ে তুলেছে। পাহাড়িদের মধ্যেকার ঐক্য-সমঝোতায় ফাটল ধরিয়ে দেবার জন্য প্রতিনিয়ত সংঘাতের উস্কানি দেয়া হচ্ছে। এই থেকে সকলকে সজাগ থাকতে হবে। শাসকগোষ্ঠীর পাতানো এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে সকলকে জাতির বৃহত্তর স্বার্থে লড়াই সংগ্রামে এগিয়ে আসতে হবে।

বক্তারা লংগুদু গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী ও সেটলার কর্তৃক সংঘটিত সকল গণহত্যার শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের বিচারে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘন, দমন-পীড়ন বন্ধ এবং পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে দাবি জানান।

                                                                    ---





0/Post a Comment/Comments