""

লক্ষ্মীছড়িতে জেএসএসের প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৪ আগস্ট ২০২২

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের হুদুকছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জেএসএস(সন্তু)-এর প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ রবিবার (১৪ আগস্ট ২০২২) সকালে আয়োজিত এই মানববন্ধনে অষ্টম শ্রেণীর ছাত্রী ইমোনিকা চাকমার সঞ্চালনায় বক্তব‍্য রাখেন দশম শ্রেণীর ছাত্র রুপায়ন চাকমা ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রিপা মার্মা।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রসমাজ আর ভ্রাতৃঘাতি সংঘাতকে কোনভাবেই মেনে নেবে না। এই ভ্রাতৃঘাতি সংঘাতের কারণে ছাত্রসমাজের উজ্জল ভবিষ্যকে ধ্বংস হতে দেওয়া যায় না।

বক্তারা জেএসএস নেতৃবৃন্দের প্রতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ইউপিডিএফের সাথে আপনাদের মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু তাই বলে ভাইয়ে ভাইয়ে হানাহানি, মারামারি কোনভাবেই সমর্থন যোগ্য নয়। তারা আলোচনার মাধ্যমে সকল মতপার্থক্য দূর করে জাতির সামগ্রিক স্বার্থে ঐক্যবদ্ধ হ্ওয়ার জন্য জেএসএস ও ইউপিডিএফের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি থানা শাখার সহসভাপতি রিটন চাকমা সংহতি প্রকাশ করেন। তিনি জেএসএসকে নিজ জাতি ভাইয়ের বুকে গুলি চালানো বন্ধ করে ঐক্য গড়ার আহ্বান জানান।

 





0/Post a Comment/Comments