""

সাফ জয়ী নারী ফুটবল দলের গোল রক্ষক রূপনা চাকমার বাড়িতে আনন্দের জোয়ার, ইউপিডিএফ’র মিষ্টি বিতরণ

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোল রক্ষক নান্যাচর উপজেলার ভুইয়াদাম গ্রামের কৃতি সন্তান রূপনা চাকমার বাড়িতে বইছে আনন্দের জোয়ার। সাফ জয়ের পর এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। বিভিন্ন এলাকা থেকেও লোকজন রূপনা চাকমার পরিবারের খোঁজ খবর নিতে আসছেন।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) দুপুরে রূপনা চাকমাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ওই গ্রামের ‘রঙধনু ক্লাব’ নামের একটি ক্লাবের সকল সদস্য, এলাকার ফুটবলপ্রেমি ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তাদের বাড়িতে উপস্থিত হয়েছেন। এ সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের পক্ষ থেকেও রুপনা চাকমার কৃতিত্বের জন্য এবং ভবিষ্যত সফলতা কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা গেছে। রূপনা চাকমার সাফল্যের সম্মানস্বরূপ ইউপিডিএফ’র পক্ষ থেকে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও উপস্থিত সবাইকে মিষ্টি বিতরণ ও ভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত এলাকার আনন্দমুখর জনগণের মাঝে ইউপিডিএফ সংগঠক জয়েন চাকমা সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার জন্য রূপনা, মনিকা, রিতুপর্ণ, আনাই মগিনীসহ বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড় ও কলাকোশলীদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে নানা প্রতিবন্ধকতা ও শাসকগোষ্ঠির অন্যায়-অবিচার সত্ত্বেও পাহাড়িদের মধ্যে থেকে অনেকেই খেলাধুলায় সফলতা অর্জন করে চলেছেন। রূপনা চাকমা, রিতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাই, আনুচিং মগিনীরা তার উজ্জ্বল দৃষ্টান্ত। এই এলাকায় যদি শান্তি ও স্থিতিশীলতা থাকতো তাহলে আরো অনেকে নিজেদের মেধা ও দক্ষতার মাধ্যমে দেশের ও পার্বত্য চট্টগ্রামের সুনাম বয়ে আনতে পারতো। কিন্তু শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতার পরিবর্তে অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রেখেছে। ফলে এখানে অনেক সম্ভাবনাময়ী পাহাড়ি তরুণ-তরুণী হামলা, মামলা, অন্যায় গ্রেফতার ও বিভিন্ন ভয়ে ত্রতস্থ থাকতে বাধ্য হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে এখানকার রাজনৈতিক সমস্যার সমাধান কল্পে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


 





0/Post a Comment/Comments