""

লক্ষ্মীছড়িতে এক পাহাড়ি নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ 

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নস্থ লাম্বাটিলা নামক স্থানে (বর্মাছড়ি-খিরাম ইউনিয়ন সীমান্ত) এক পাহাড়ি নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

ঘটনার শিকার নারীর নাম সূচনা মায়া চাকমা (৩৮), স্বামী- জীবন চাকমা।

গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি ‘গধার পাড়’ নামে পরিচিতি। এটি বর্মাছড়ি-খিরাম ইউনিয়ন সীমান্তবর্তী এবং ফটিকছড়ি কর্ণফুলি চা বাগান ঘেষা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী গাছ কাটার কাজে অন্যত্র যাওয়ায় সূচনা মায়া চাকমা বাড়িতে একাই অবস্থান করছিলেন। গতকাল রাত আনুমানিক ৮টার সময় প্রতিবেশী লোকজন তার আর্তচিকার শুনতে পেয়ে পাড়ার লোকজনকে খবর দেন। পরে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উলঙ্গ ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিসার জন্য চট্টগ্রামে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিসাধীন রয়েছেন। আজ সকাল পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।

দুর্বৃত্তরা তাকে মাথায় কোপ দেয় এবং জননাঙ্গে বাঁশ ঢুকিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ধর্ষণে বাধা দেয়ায় দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

ঘটনাস্থলে মদ পানের কিছু আলামতও পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করা না গেলেও স্থানীয় লোকজন এ ঘটনার জন্য মো. রমজান, মো. রাসেলসহ কয়েকজন দুর্বৃত্ত জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন। এরা প্রায় সময়ই বিভিন্ন কাজে সেখানে এসে থাকে বলে স্থানীয়রা জানান। মো. রমজানের বাড়ি ফটিকছড়ি উপজেলার গোয়ালঘাটায় বলে জানা গেছে।

 





0/Post a Comment/Comments