""

লামায় ম্রো-ত্রিপুরাদের ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে নান্যাচরে বিক্ষোভ সমাবেশ

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩ অক্টোবর ২০২২

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুমভূমি বেখলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে নান্যাচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ অক্টোবর ২০২২) সকাল ১০টায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ইউপিডিএফ সংগঠক ছদরক চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর উপজেলা শাখার দপ্তর সম্পাদক জেকশন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি নেপচুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা সভাপতি প্রিয়তন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের নান্যাচর উপজেলা শাখার সভাপতি জেসি চাকমা।

বক্তারা বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ম্রো ও ত্রিপুরাদের উচ্ছেদ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ইতোমধ্যে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দসহ গ্রামবাসীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছে। পাড়াবাসীদের পানির উৎসে বিষ ঢেলে দেয়া, তাদের কলাবাগান কেটে দেওয়া, স্কুল নির্মাণে পুলিশের বাধা প্রদানসহ নানা অন্যায় কর্মকাণ্ড চালানো হচ্ছে।

বক্তারা অবিলম্বে ম্রো ও ত্রিপুরাদের ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়ে বলেন, যেখানে সরকার-প্রশাসনের উচিত জনগণের জানমাল রক্ষাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করা সেখান প্রশাসন ভূমিদস্যু রাবার কোম্পানির পক্ষ নিয়ে ম্রো-ত্রিপুরাদের উচ্ছেদ করে দেয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এতে প্রমাণ হয় এদেশের সরকার ভূমিদস্যু, মাফিয়া চক্রকে রক্ষা করে সাধারণ মানুষকে নিশ্চিহ্ন করে দিতে চায়।

বক্তারা লামাসহ পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন জোরদার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সমাাবেশ থেকে অবিলম্বে লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র লিজ বাতিল করে ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর ভূমি রক্ষা করা, ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দসহ পাড়াবাসীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং পাহাড়িদের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি প্রদানের দাবি জানান।

 





0/Post a Comment/Comments