""

লংগদুতে সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ির ভূমি বেদখলের চেষ্টার অভিযোগ

লংগদু (রাঙামাটি), সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোটমাল্যা এলাকায় একদল সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ির ভূমি বেদখলের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

গত রবিবার (২ অক্টোবর ২০২২) সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

যার ভূমি বেদখলের চেষ্টা করা হয়েছে তার নাম বিমল চাকমা (৪৮), পিতা- গুণধর চাকমা, গ্রাম- ছোট মাল্যা, গুলশাখালী ইউনিয়ন।

জানা গেছে, ঐদিন সকাল ৮টার সময় গুলশাখালী ইউনিয়নের ডিপোর মুখ এলাকা থেকে সেটলার বাঙালিদের একটি দল বিমল চাকমার ২ একর পরিমাণ ভূমি বেদখলের উদ্দেশ্যে জঙ্গল পরিষ্কার করা শুরু করে। তারা প্রায় এক একর পরিমাণ সাফ করে ফেলে।

পরে ঘটনাটি জানতে পেরে ভূমির মালিক বিমল চাকমা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে সেটলারদের বাধা দেন এবং স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদেরকে ঘটনাটি জানান। এরপর সেটলাররা সেখানে জঙ্গল পরিষ্কার করা বন্ধ করে।

উক্ত জায়গায় বিমল চাকমা ১০-১২ বছর আগে এক একর পরিমাণ সেগুন চারা রোপন করেন এবং বাকি এক একর পরিমাণ জায়গায় আমের চারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণ করেন বলে স্থানীয়রা জানান।

 





0/Post a Comment/Comments