""

মাটিরাঙ্গায় অপহৃত ইউপিডিএফ সদস্যকে রক্তাক্ত ও মুমুর্ষু অবস্থায় উদ্ধার

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৩ নভেম্বর ২০২২

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক অপহৃত ইউপিডিএফ সদস্য অনুপম চাকমা (৪০)-কে রক্তাক্ত ও মুমুর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর ২০২২) সন্ধ্যা ৭টার সময় মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের তৈলাফাং বড়পাড়া এলাকার একটি দোকানে বসে থাকার সময় ৫-৬ জনের একদল নব্য মুখোশ সন্ত্রাসী অনুপম চাকমার ওপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে তাকে ধরে লাঠিসোটা দিয়ে অমানুষিকভাবে মারধর করে। তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করা হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে মোটর সাইকেলে করে তবলছড়ি বাজারের দিকে নিয়ে যাওয়ার পথিমধ্যে তঙবাই পাড়া এলাকায় (যামিনী পাড়া বিজিবি জোনের কাছাকাছি স্থানে) তিনি অজ্ঞান হয়ে ঢলে পড়লে সন্ত্রাসীরা মৃত ভেবে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। 

এ ঘটনার পরে রাতে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সন্ত্রাসীদের লাঠির আঘাতে মাথা ফেটে যাওয়ায় এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হয়। তার এমন রক্তাক্ত অবস্থা দেখে স্থানীয়রা তাকে হত্যা করা হয়েছে বলেও সিএইচটি নিউজকে জানান। (তাৎক্ষণিকভাবে তা সিএইচটটি নিউজে প্রকাশও করা হয়েছিল, পরে সত্যতা যাচাই করে সে খবরটি ডিলিট করা হয়েছে)।

বিজিবি সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে যামিনী পাড়া জোনে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিসার ব্যবস্থা করলে তার জ্ঞান ফেরে। এরপর বিজিবি ও স্থানীয়রা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দিলে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় অনুপম চাকমাকে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই সেখানে থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশঙ্কা মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।






0/Post a Comment/Comments