""

জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের সাথে শেষ দেখা করলেন কুদুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা

নিজস্ব প্রতিনিধি (রাঙামাটি), সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় আটক রাঙামাটির কুদুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কানন চাকমা গতকাল সোমবার (২৮ নভেম্বর ২০২২) জেল থেকে ২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের সাথে শেষ দেখা করেছেন। এর আগে রবিবার দিবাগত রাত ১:০০টার সময় তাঁর মা চান্দবি চাকমা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

মায়ের দাহক্রিয়ায় উপস্থিত থাকার জন্য তাঁর প্যারোলে মুক্তির আবেদন করলে গতকাল দুই ঘন্টার জন্য তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। দুপুর ১:০০টর দিকে তাকে পুলিশ প্রহরায় কুদুকছড়ি উপর পাড়ায় (আবাসিক) তার বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় সেনাবাহিনীর একটি দলও সেখানে উপস্থিত হয়। এ সময় তার হাতে ছিল হাতকড়া পরানো ও দড়ি বাঁধা। ছিল সার্বক্ষণিক পুলিশ প্রহরা।

তাঁকে যখন বাড়িতে পৌঁছানো হয় তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবার ও এলাকার লোকজনের সাথে তিনিও আবেগাপ্লুত হয়ে পড়েন।

মায়ের দাহক্রিয়া অনুষ্ঠানের পর বিকাল ৩টায় তাঁকে আবার পুলিশ প্রহরায় জেলখানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত বছর ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ দফা ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার পর এ বছর ২৫ জানুয়ারি শপথ গ্রহণের জন্য রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে শপথ অনুষ্ঠান শেষে পুলিশ সেখান থেকে তাকেসহ নির্বাচিত চার ইউপি চেয়ারম্যানকে আটক করে। অন্য তিন চেয়ারম্যান হলেন নান্যাচর উপজেলার সাবেক্ষ্যঙ ইউনিয়নের চেয়ারম্যান সুপন চাকমা, বুড়িঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রমোদ খীসা ও  ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অমল কান্তি চাকমা। তারা সবাই পর পর দুই বারের নির্বাচিত চেয়ারম্যান।

আটকের পর তাদেরকে মিথ্যাভাবে নান্যাচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এরপর থেকে তারা এখনো জেলে বন্দি অবস্থায় রয়েছেন।







0/Post a Comment/Comments