![]() |
মাইকেল চাকমা। সংগৃহিত ছবি |
অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
রবিবার, ১ জুন ২০২৫
ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় ইউপিডিএফের বিরুদ্ধে উত্থাপিত “বিচ্ছিন্নতাবাদীর” অভিযোগকে দৃঢ়ভাবে
প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন।
আজ রবিবার (১ জুন ২০২৫) রাতে মাইকেল চাকমা তাঁর নিজস্ব ফেসবুকে দেওয়া এক পোস্টে
এ বিষয়টি জানান।
ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, “গতকাল (৩১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে
“বাংলাদেশের ভূ-রাজনৈতিক নিরাপত্তা” বিষয়ক একটি গোলটেবিল আলোচনায় অংগ্রহণ করেছিলাম।
সচরাচর বাইরের অনুষ্ঠানে আমার তেমন একটা যাওয়া হয় না। কিন্তু এই অনুষ্ঠানের আলোচনার
বিষয়বস্তু জানার পর যাওয়ার সিদ্ধান্ত নিই। বিশেষ করে শোনা এবং জানার জন্য; বলার জন্য
নয়।
![]() |
মাইকেল চাকমার ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট |
“নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি
অ্যানালাইসিস-এর নির্বাহী পরিচালক কর্ণেল (অব) মো. জগলুল আহসান, এসইপি, পিএসসি, জি
প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে মূল আলোচনা শুরু হয়। প্রবন্ধটিতে মূলত বর্তমান সময়ে আলোচিত-
মিয়ানমারের রাখাইনে মানিবক করিডোর প্রসঙ্গে আলোকপাত করা হয়। এতে বাংলাদেশের লাভ, ক্ষতি
ও ঝুঁকি সহ বৈশ্বিক নানা প্রেক্ষাপটের আলোকে কৌশলগত বিষয়গুলো তুলে ধরা হয়।
“মোট ৬ পৃষ্ঠার এ প্রবন্ধটিতে ৩ নং পৃষ্ঠার ৫-এর ছ’ নং প্যারায় ইউপিডিএফ-কে
বিচ্ছিন্নতাবাদী সংগঠন বলে অবিহিত করা হয় এবং সংগঠনটির কার্যক্রম বিস্তার রোধ ও নিয়ন্ত্রনের
কথা বলা হয়। আমি আমার আলোচনায় এর তীব্র সমালোচনা ও বিরোধীতা করি এবং বলি- এ ধরনের অভিযোগ
অন্যায় ও অন্যায্য; ইউপিডিএফ বিচ্ছিন্নতার দাবী কোন সময় উত্থাপন করেনি, আমি সবিনয়ে
জানতে চাই- কোন তথ্য-উপাত্তের ভিত্তিতে ইউপিডিএফ-কে বিচ্ছিন্নতাবাদী বলা হলো!
এসময় আমি ইউপিডিএফ-এর বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীর অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান
করি এবং ভবিষ্যতে শব্দ প্রয়োগের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছি।”
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।