""

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় রাজা দেবাশীষ রায়ের নিন্দা ও বিচার দাবি

রাজা দেবাশীষ রায়। সংগৃহিত ছবি

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
শনিবার, ১৯ জুলাই ২০২৫

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীর ওপর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এর বিচারের দাবি জানিয়েছেন রাজা দেবাশীষ রায়।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানান।

তিনি এ ঘটনাটি ‘বাঙালি বসতিস্থাপনকারী যুবক দল কর্তৃক সংঘটিত হয়েছে মর্মে অভিযোগ রয়েছে’ বলে উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চলের আদিবাসী কন্যাশিশু ও নারীদের ওপর অ-আদিবাসী পুরুষদের দ্বারা বিগত কয়েক দশক ধরে সংঘটিত ধর্ষণ ও অন্যান্য সহিংসতার ধারাবাহিকতায় এই ঘটনা নতুন নয়। পূর্ববর্তী এই ধরণের অনেক ঘটনার বিচার না হওয়ার কিংবা অপরাধীদের এক ধরণের দায়মুক্তি সংস্কৃতির নজির রয়েছে, যা এই ধরনের অপরাধকে উৎসাহিত করেছে।

‘এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এর সাথে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের জন্য যথাযথ চিকিৎসা, মনোসামাজিক সহায়তা, আইনি সহায়তা, নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

‘দেশের নাগরিকদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানানোর অধিকার নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বা হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানাচ্ছি।’



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments