""

আন্দোলন দমনে সন্তু গ্রুপের অপতৎপরতার বিরুদ্ধে কাউখালীতে পোস্টারিং


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১২ নভেম্বর ২০২৫

আন্দোলন দমনে জেএসএস সন্তু গ্রুপের অপতৎপরতার বিরুদ্ধে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া, কলমপতি, ফটিকছড়ি ইউনিয়ন ও রাউজান এলাকায় বিভিন্ন স্থানে হাতে লেখা পোস্টারিং করেছে ইউপিডিএফ।

পোস্টারে লেখা রয়েছে, “আন্দোলন দমনের সেনা হাতিয়ার সন্তু গ্রুপকে প্রতিহত কর; সেনা সন্তু ভাই ভাই, এবার তাদের রক্ষা নাই; সন্তু লারমার জাতি ধ্বংসের অপতৎপরতা রুখো; ঐক্যবদ্ধ জনগণের শক্তিই আসল শক্তি; জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ইউপিডিএফের সাথে ঐক্যবদ্ধ হোন।”

বেতবুনিয়া ইউনিয়ন:

বেতবুনিয়া ইউনিয়নের বেতবুনিয়া বাজার, সিএনজি স্টেশন এলাকায়, বেতবুনিয়া পূর্ব মনাই পাড়া সিএনজি স্টেশন ও দোকাপাটে, বেতবুনিয়া জুনিয়র কাশ্মীর পাড়া, পশ্চিম মনাই পাড়া সিএনজি স্টেশন ও দোকানপাটে, কালাকাজি পাড়া, চৌধুরী পাড়া, বালুখালি, পচুপাড়া এলাকায় পোস্টারিং করা হয়েছে।








কলমপতি ইউনিয়ন:

কলমপতি ইউনিয়নের ১নং হাতিমারা, ২নং হাতি মারা, বড় আমছড়ি, বড় পাড়া, ডাবন্যাছড়া, গাড়িছড়া, মাঝে পাড়া, কোলাপাড়া এলাকায় পোস্টারিং করা হয়েছে।







ফটিকছড়ি ইউনিয়ন ও রাউজান এলাকা:

ফটিকছড়ি ইউনিয়নের ধূপছড়ি বাজার, ডাবুয়া হেডম্যান পাড়াসহ রাউজান হিন্দু পাড়া, রাউজান পাঁচফোযা বাজার, রাউজান বৃন্দাবন বাজার, রাউজান দান বাক্স এলাকায় পোস্টারিং করা হয়েছে।












সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments