কাউখালি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের রাজখালি, ধোল্যাছড়ি, মিটিঙ্যাছড়িসহ আশে-পাশে
এবং চৌচলাবিল ও সাদেক্যাবিল এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী
গ্রুপ সংঘাত ও অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর
আহ্বান জানিয়ে কাউখালী সদরসহ কলমপতি ও ঘাগড়া ইউনিয়নে লিফলেট বিলি করা হযেছে।
উক্ত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)
সন্তু গ্রুপের নিয়ন্ত্রিত ও পরিচালিত একটি গ্রুপ বলে স্থানীয়রা জানিয়েছেন।
‘কাউখালীর শান্তি প্রিয় সচেতন নাগরিক সমাজ’-এর নামে আজ বুধবার (১২ নভেম্বর
২০২৫)
কলমপতি ইউনিয়নের বিনয়পুর, নাকশাছড়ি, বড়ইছড়ি, বটতলীসহ বিভিন্ন জায়গায় এবং ঘাগড়া ইউনিয়নের পানছড়ি উচ্চ বিদ্যালয়, পানছড়ি, উল্টা-রাঙীপাড়া, তালুকদার পাড়া, শামুকছড়ি, চেলাছড়া, জুনুমাছড়া, হারাঙ্গী পাড়া উচ্চ বিদয়ালয়সহ বিভিন্ন জায়গায় লিফলেটটি বিলি করা হয়েছে।
স্কুল, কলেজের সাধারণ শিক্ষার্থীরা দলবেঁধে লিফলেটটি বিলি করেন।
এর আগে গত ১০ নভেম্বর ফটিকছড়ি, বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এবং কলমপতি ইউনিয়নের একাংশে লিফলেটটি বিলি করা হয়েছিল।
লিফলেটে অভিযোগ করা হয়েছে, ‘গত ৩১ অক্টোবর ২০২৫ থেকে একটি সশস্ত্র সন্ত্রাসী
গ্রুপ ঘাগড়া ইউনিয়নের রাজখালি, ধোল্যাছড়ি, মিটিঙ্যাছড়ি ও তার আশেপাশের এলাকায়
বিচরণ করছে। বর্তমানে তারা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সীমান্ত অঞ্চল চৌচলাবিল
ও সাদেক্যাবিলে অবস্থান করছে এবং চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে
যাচ্ছে ‘
সশস্ত্র সন্ত্রাসী গ্রুপটির ব্যাপারে
স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা খুবই রহস্যজনক উল্লেখ করে এতে বলা হয়েছে,
‘পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসী খুঁজতে প্রতিদিন পাহাড়িদের গ্রামে গ্রামে অপারেশন চালায়
তাদের বাড়িঘর তল্লাশি করে সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য জানতে লোকজনকে জিজ্ঞাসাবাদের
নামে হয়রানি করে এবং অনেক সময় সাধারণ নিরীহ লোকজনকে ধরে নিয়ে সন্ত্রাসী সাজিয়ে জেলে
পাঠিয়ে দেয়। অথচ এদিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের আশেপাশে অবস্থান ও বিচরণ করছে,
তারপরও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না।’
উক্ত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপটির সাথে প্রশাসন কিংবা নিরাপত্তা বাহিনীর গোপন আঁতাত বা বোঝাপড়া রয়েছে এবং কাউখালিতে সংঘাত ও অশান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আসা হয়েছে বলে লিফলেটে অভিযোগ করা হয়।
লিফলেটে বলা হয়, ‘কাউখালির জণগণ অত্যন্ত শান্তিপ্রিয়। এখানে অস্ত্রের ঝনঝনানি,
সংঘাত, হানাহানি কোন অশান্তি চাই না। তবে শান্তিপ্রিয় হলেও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ
করতে জানে। যারা সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে এসে কাউখালিকে অশান্ত করে তোলার ষড়যন্ত্র
করছে, শান্তিপূর্ণ স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে
রুখে দাঁড়াবে।’
লিফলেটে অবিলম্বে উক্ত সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের
জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।




