সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
রাঙামাটির সাজেকের উজোবাজারে সেনাবাহিনীর একটি দল বেপরোয়া টহল ও দুটি বাড়িতে
গিয়ে নানা হয়রানিমূলক জিজ্ঞাসাদের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) রাত ৮টার দিকে গঙ্গারাম দোর ক্যাম্প
(আগে ইসিবি ক্যাম্প, বর্তমানে বেঙ্গলে রূপান্তর) থেকে পায়ে হেঁটে প্রায় ৪০ জন সেনা
সদস্য উজোবাজারে যায়। সেখানে তারা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে একটি গ্রুপ নির্মাণাধীন
সাজেক কলেজের দিকে টহল দিতে যায়, আরেকটি গ্রুপ উজোবাজারে অবস্থান করে ও অপর গ্রুপটি
উজোবাজার সংলগ্ন গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গ্রামে গিয়ে দু’টি
বাড়িতে গিয়ে লোকজনকে নানা হয়রানিমূলক জিজ্ঞাসা করে।
জিজ্ঞাসাদের শিকার হওয়ার পরিবারের প্রধানরা হলেন- পূর্ণ বাবু চাকমা (৪৫),
পিতা- মৃত বিজয় চাকমা, গ্রাম- গঙ্গারাম মুখ ও সঞ্জীব চাকমা (৩৫), পিতা- দিপন চাকমা,
গ্রাম- ঐ।
সেনারা পূর্ণ বাবু চাকমার বাড়িতে কয়েকজন মেহমান দেখে “বাড়িতে এত লোক কেন?
জিজ্ঞাসা করেন এবং মেহমানদের কাছ থেকে ‘বাড়ি কোথায়? নাম কি?’ ইত্যাদি হয়রানিমূলক জিজ্ঞাবাদ
করেন।
আর সঞ্জীব চাকমার স্ত্রী চিত্তি ছ’ চাকমাকে বাড়ির উঠানে পেয়ে তার কাছ থেকে
সেনারা অহেতুক “এখানে নাকি ইউপিডিফের লোকজন এসেছে, তারা কোথায়?” বলে জিজ্ঞাসা করেন।
এরপর সেনা সদস্যদের একটি দল করেঙ্গাতলি যাওয়ার ইট সলিং রাস্তা দিয়ে পায়ে
হেঁটে সুরুংনালার দিকে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনারা সুরুংনালা গ্রামের শান্তস্বর চাকমার বাড়ি,
উজোবাজার ও নির্মাণাধীন কলেজ এলাকায় তিন ভাগে বিভক্ত হয়ে অবস্হান করছেন।
‘সেনাদের মতিগতি তেমন সুবিধাজনক নয়’ বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক
একজন স্থানীয় মুরুব্বী।
রাতের আঁধারে সেনাদের এমন বেপরোয়া টহল ও হয়রানিমূলক জিজ্ঞাসাদের কারণে সুরুংনালা,
গঙ্গারামমুখ এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
