""

দীঘিনালায় মধ্যরাতে ৯ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

দীঘিনালায় একটি বাড়িতে সেনা তল্লাশির চিত্র।

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিত্যগান এলাকার ধনুদ্ধর কার্বারি পাড়ায় সেনাবাহিনী ৯ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১:৩০টার সময় বাবুছড়া সাবজোন থেকে সেকেন্ড লেফটেন্যান্ট মো. রাসেল-এর নেতৃত্বে ৩০ জনের অধিক একদল সেনা সদস্য দীঘিনালা ইউনিয়নের নিত্যগান এলাকার ধনুদ্ধর কার্বারি পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা অন্তত ৯ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।

তল্লাশি অভিযানে নেতৃত্বদানকারী মো. রাসেল ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা মিলন এর হত্যার সাথে জড়িত বলে জানা গেছে।

যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা হলেন- ১. কালাধন চাকমা, ২. লক্ষীধন চাকমা, ৩. সমর জ্যোতি চাকমা, পিতা- কেজন্দ্র চাকমা, ৪. শান্তিময় চাকমা, পিতা- বাত্যা চাকমা, ৫. চিগোনা চাকমা, পিতা- প্রভাব চন্দ্র চাকমা, ৬. মনো চাকমা, পিতা- বাত্যা চাকমা, ৭. বিনয় জ্যোতি চাকমা (৩৭),  পিতা- জাহাজ চন্দ্র চকামা, ৮. কলো চাকমা (৪০), পিতা- জাহাজ চন্দ্র চাকমা ও ৯.সুমঙ্গল চাকমার(৫৩), পিতা- প্রতুল চন্দ্র চাকমা।

তল্লাশিকালে সেনারা ইউপিডিএফের এক সদস্যের নাম ধরে খোঁজ করে। তারা প্রত্যেকের বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। এমনকি শিক্ষার্থীদের ব্যবহৃত জিনিসপত্র, ব্যাগ নষ্ট করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। 

ভুক্তভোগী সুমঙ্গল চাকমা জানান, বাড়ির দরজা খুলে দেয়ার পর সেনারা অস্ত্র তাক করে তার বাড়িতে ঢুকে ‘সন্ত্রাসী’ কোথায় বলে জিজ্ঞাসা করেছে। 

সেনারা চিজিমুনি চাকমা নামে এক ব্যক্তির ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে যায়। এতে জমিতে রাখা কাটা ধান নষ্ট হয়েছে বলে জমির মালিক অভিযোগ করেছেন।

সেনারা চিজিমুনি চাকমা নামে এক ব্যক্তির ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে গেলে জমিতে রাখা কাটা ধান নষ্ট হয়। 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments