""

পানছড়িতে মাতৃভাষা দিবস উপলক্ষে পিসিপি’র লাগানো পোস্টার-ফেস্টুন ছিঁড়লো বিজিবি

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১

পিসিপি’র লাগানো পোস্টারের চিত্র

 খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার নিশ্চিত করার দাবিসহ বিভিন্ন দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর লাগানো পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে দিয়েছে বিজিবি সদস্যরা।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি ২০২১) সকাল ১০টায় ধুধুকছড়া বিজিবি ক্যাম্প থেকে দুই পিকআপ বিজিবি সদস্য এসে লোগাং বাজার, আমতলী, দুধুকছড়া, বাবুরো পাড়া, পূজগাং এলাকায় লাগানো পোস্টারসহ টাঙানো ফেস্টুনগুলো সম্পুর্ণ ছিঁড়ে গাড়িতে তুলে ক্যাম্পে নিয়ে যায়।


হাতে লেখা এসব পোস্টারে সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা নিশ্চিত করা, জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি বন্ধ করা, শিক্ষকদের জাতিসত্তার মাতৃভাষায় যথাযথ প্রশিক্ষণ প্রদান করা, সংবিধানে সকল জাতিসত্তার সমান মর্যাদা নিশ্চিত করাসহ ইত্যাদি দাবি লেখা ছিল।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সকালে পানছড়ি টু খাগড়াছড়ি সড়কের কিলোমিটার নামক স্থানেও পানছড়ি সাবজোনের টহলরত সেনা সদস্যরা একই ধরনের পোস্টার ছিঁড়ে দিয়েছিল।





0/Post a Comment/Comments