সাজেক
প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৭
মার্চ ২০২১
রাঙামাটির সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় সাজেক ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির উদ্যোগে “ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে জনগণের ভূমিকা” শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৭মার্চ ২০২১) সকাল ১০টায় “ভাইয়ে ভাইয়ে হানাহানি নয়, ঐক্য চাই” আহ্বানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাণ কুমার চাকমার চঞ্চলনায় ও সম রঞ্চন চাকমা (কার্বারী)-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রনেল বিজয় চাকমা, জীবন কুমার চাকমা ও মানিক চাকমা।
এতে স্থানীয় এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।