নিজস্ব প্রতিবেদক, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
২০২০ সালে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী
দ্বারা বিচার বহির্ভুত হত্যা, অন্যায় গ্রেফতার, শারীরিক নির্যাতন, বেআইনি তল্লাশি,
রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক খুন-অপহরণ, নারী নির্যাতন, সাম্প্রদায়িক হামলা
ও ভূমি বেদখলের তথ্য তুলে ধরে ২০২০ সালের বার্ষিক মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে
ইউপিডিএফ’র মানবাধিকার পরীবিক্ষণ সেল।
গতকাল ১১ জানুয়ারি ২০২১ এ রিপোর্টটি প্রকাশ করা হয়। এতে ২০২০ সালে রাষ্ট্রীয়
বাহিনী দ্বারা ৬ জনকে বিচার বহির্ভুত হত্যা, ১১৫ জনকে গ্রেফতার, এলোপাতাড়ি ব্রাশফায়ারে
১ জন নারী নিহত হওয়া, ৪০ জনকে শারীরিক নির্যাতন, ১১৬ বাড়িতে বেআইনি তল্লাশি, রাষ্ট্রীয়
বাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ৬ জনকে খুন, ৬৩ জনকে অপহরণ, পাহাড়িদের ওপর ৪টি
সাম্প্রদায়িক হামলা, ১৯ জন নারীর ওপর যৌন নির্যাতন ও ভূমি বেদখলের বিস্তারিত তুলে
ধরা হয়েছে।
রিপোর্টে বিচার বহির্ভুত হত্যার তথ্য তুলে ধরে বলা হয়, ২০২০ সালে সেনাবাহিনী
কর্তৃক বিচার বহির্ভুত হত্যার শিকার হন ৬ জন। এর মধ্যে জানুয়ারিতে পরেশ ত্রিপুরা নামে
ইউপিডিএফের এক সদস্যকে হত্যা করা হয়; ফেব্রুয়ারিতে অর্পণ চাকমা নামে ইউপিডিএফের এক
সদস্যকে হত্যা করা হয়; অক্টোবরে আশাপূর্ণ চাকমা নামে ইউপিডিএফ’র এক সদস্য ও হিরণজয়
চাকমা সম্ভু নামে একজন জেলেকে হত্যা করা হয়; ডিসেম্বরে নয়ন চাকমা নামে ইউপিডিএফের
এক সদস্যকে ও মিল্টন চাকমা নামে জেএসএস সমর্থিত একজনকে হত্যা করা হয়।