পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২২ মে ২০২২
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ভারত সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সড়ক নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)। সীমান্তবর্তী নতুন পাড়া (নতুন শনখোলা পাড়া) নামক স্থান হতে এ সড়কটি নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনার কথা জানা গেছে। উক্ত সড়কটি দক্ষিণে মাটিরাঙ্গার তানাক্কা পাড়া ও উত্তরে দীঘিনালা-সাজেকের সাথে সংযোগ স্থাপন করা হবে। এর ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে গত ১৯ মে ২০২২ বিজিবি’র পানছড়ি জোনে এক মিটিঙের আয়োজন করা হয়। এতে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও কার্বারীকেও ডাকা হয়। মিটিঙে বিজিবি’র পানছড়ি সদর জোনের কমান্ডার রুবায়েত আলম পিএসসি, সেনাবাহিনীর ২০ ইসিবি’র চট্টগ্রাম ডিভিশনের কমান্ডার লে. কর্ণেল রিয়াজত, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও পানছড়ি ভূমি অফিসের এসিল্যান্ড মো. আবদুল্লাহ আল মুমিন উপস্থিত ছিলেন। আর জনপ্রতিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্রদেব চাকমা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, শনখোলা পাড়ার কার্বারী খুকুমনি চাকমা প্রমুখ।