রামগড় প্রতিনিধি,
সিএইচটি নিউজ
বৃহস্পতিবার,
২৫ এপ্রিল ২০২৪
খাগড়াছড়ির রামগড়ে
গণতান্ত্রিক যুব ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঁটানো পোস্টারগুলো সেনাবাহিনী ছিঁড়ে
দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার
(২৪ এপ্রিল ২০২৪) বিকালে এই পোস্টার ছিঁড়ে দেয়ার ঘটনা ঘটে।
জানা গেছে,
গতকাল বিকাল ৩টার সময় বাটনাতলি সেনা ক্যাম্প থেকে ১০/১২ জনের একদল সেনা সদস্য রামগড়
এলাকায় গিয়ে বিভিন্ন স্থানে সাঁটানো গণতান্ত্রিক যুব ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টারগুলো
ছিঁড়ে ফেলে দেয়।
কী কারণে সেনারা
এই পোস্টারগুলো ছিঁড়ে দিয়েছে তা জানা যায়নি। তবে প্রায় সময়ই সেনাবাহিনী এমন অগণতান্ত্রিক
কাজ করে থাকে বলে যুব ফোরামের স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।