""

রাঙামাটিতে ইউপিডিএফের অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ চলছে

অবরোধ সফল করতে সড়কে আগুন জ্বালিয়েছে পিকেটাররা। ছবিটি রাঙামাটি - চট্টগ্রাম মহাসড়ক থেকে তোলা

রাঙাামটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রাঙামাটি জেলায় ইউপিডিএফের ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪) ভোর ৫টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলবে।

বান্দরবানে কেএনএফ-বিরোধী যৌথ অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নির্বিচার গণগ্রেফতার, আটক, হয়রানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়ের ওপর অন্যায় বাধা-নিষেধের প্রতিবাদে ইউপিডিএফ এই সড়ক ও নৌপখ অবরোধ কর্মসূচি পালন করছে। তবে রাঙামাটি পৌর এলাকায় অবরোধ কর্মসূচি শিথিল করা হয়েছে।  

ছবিটি রাঙামাটি-রাণীহাট সড়ক থেকে তোলা।

অবরোধ সফল করতে ভোর থেকে পিকেটাররা রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কসহ বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে।

এছাড়া বাঘাইছড়ি উপজেলার সাজেকসহ অন্যান্য উপজেলায়ও অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

ছবিটি রাঙামাটির ভেদভেদী এলাকা থেকে তোলা।

 ছবিটি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি এলাকা থেকে তোলা।

ছবিটি নান্যাচরের টিএন্ডটি বাজার থেকে তোলা।


সাজেকে অবরোধের চিত্র।

অবরোধের কারণে বন্ধ রয়েছে নৌযান চলাচল। ছবিটি নান্যাচর - রাঙামাটি নৌপথের পেরাছড়া এলাকা থেকে তোলা।

অবরোধের কারণে বন্ধ রয়েছে নৌযান চলাচল। ছবিটি নান্যাচর ‍উপজেলার গর্জনতলী এলাকা থেকে তোলা।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments