""

গুইমারায় সেনাবাহিনী কর্তৃক ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে লাগানো পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ!

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ আগস্ট ২০২২

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী কর্তৃক ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২) গুইমারা এলাকাবাসী ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার গুইমারার বিভিন্ন স্থানে লাগায়। কিন্তু আজ শুক্রবার (২৬ আগস্ট) উক্ত পোস্টারগুলো সেনাবাহিনীর সদস্যরা ছিঁড়ে ফেলে দেয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

এলাকাবাসী সেনাবাহিনীর এমন কাজে অসন্তোষ প্রকাশ করে বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত পাহাড়িদের জন্য এক মরণব্যাধি হয়ে দেখা দিয়েছে। আমরা সাধারণ জনগণ এই সংঘাত আর দেখতে চাই না। তাই সংঘাত বন্ধের দাবি জানিয়ে আমরা পোস্টারিং করেছিলাম। কিন্তু সেনাবাহিনী কেন এই পোস্টারগুলো ছিঁড়ে দেবে? তাহলে কি সেনাবাহিনীই এই সংঘাত চালাচ্ছে? পোস্টার ছিঁড়ে দেয়ার কারণে কি প্রমাণ হয় না এই ভ্রাতৃঘাতি সংঘাতের জন্য তারাই দায়ী?

 





0/Post a Comment/Comments