""

লামা ডলুছড়ি মৌজায় ‘স্থাপনা অপসারণের’ নির্দেশ দিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারকে রাবার বোর্ডের চিঠি!

বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ 

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নতুন প্লান্টেশনের কাজ শুরু ব্যবস্থা’ নেওয়ার জন্য কথিত ‌‘অবৈধ স্থাপনা' অপসারণের নির্দেশ দিয়ে বান্দরবান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও লামা উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দিয়েছে সরকারের পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রলায়ের অধীন বাংলাদেশ রাবার বোর্ড।

আজ ২৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ‘প্রধান কার্যালয় ই ১০-১৩, এম এ কে খলিল সড়ক, পশ্চিম পাহাড়, বাংলাদেশ বন গষেণা ইনস্টিটিউট ক্যাম্পাস, ষোলশহর চট্টগ্রাম’ থেকে চিঠিটি ইস্যু করা হয়। চিঠিটির স্মারক নং-বিআরবি/সিএস-০৫/২০২২-৪৬৩।  

চিঠিতে স্বাক্ষর করেছেন সচিব (অঃ দাঃ) বিদর্শী সম্বোধি চাকমা।  

চিঠিতে সুত্র উল্লেখ করা হয়েছে ‘ব্যবস্থাপনা পরিচালক, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড হতে প্রাপ্ত পত্র; তারিখ: ২৪/০৯/২০২২ খ্রি:’।

‌উক্ত চিঠিতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে ‍“লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নতুন প্লান্টেশনের কাজ শুরু করার ব্যবস্থা এবং জরুরী ভিত্তিতে অবৈধভাবে জোরপূর্বক নির্মাণাধীন স্থাপনাসহ অন্যান্য সকল স্থাপনা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে”।

এতে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিটি অনুলিপি হিসেবে সচিব, পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়; সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; চেয়ারম্যান বাংলাদেশ রাবার বোর্ড; অতিরিক্ত সচিব, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়; উপসচিব, আইন অধিশাখা-২, পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়-এর বরাবরে দেওয়া হয়েছে।

মূলত সরই ইউনিয়নের লাংকম ম্রো পাড়া, রেংয়েন ম্রো পাড়া ও জয়চন্দ্র ত্রিপুরা পাড়াবাসীদের উচ্ছেদ করতে এবং লাংকম ম্রো পাড়ায় নির্মাণাধীন স্কুলটি অপসারণের জন্য উক্ত চিঠিটি ইস্যু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড উক্ত তিন পাড়ায় বসবাসকরত ম্রো ও ত্রিপুরা পাড়াবাসীদের উচ্ছেদের প্রচেষ্টা চালাচ্ছে। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর ২০২২ বিকাল সাড়ে ৩টায় লামা সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার লাংকম পাড়ায় নাগরিক সমাজের উদ্যোগে নির্মাণাধীন স্কুলের কাজ বন্ধে করে দেয় পুলিশ। লামা থানার এসআই শামীম স্কুল নির্মাণ স্থলে উপস্থিত হয়ে থানার ওসিকে বরাত দিয়ে স্কুল নির্মাণ কাজ বন্ধ করে দেন। এর আগে সকালে রেংয়েন কার্বারী (ম্রো) পাড়ায় রেং ইয়ুং ম্রোর লাগানো কলাবাগানের তিন শতাধিক কলা গাছ কেটে দেয় রাবার কোম্পানির লোকেরা। গত ৬ সেপ্টেম্বর তারা রেংয়েন ম্রো পাড়াবাসীদের পানির উৎস কলাইয়া ঝিরিতে কীটনাশক (বিষ) ছিটিয়ে দিয়ে পানি বিষাক্ত করে দিয়েছিল। এছাড়াও ম্রো ও ত্রিপুরা পাড়াবাসীদের ওপর রাবার কোম্পানির লোকের হামলা, মামলাসহ নানা হয়রানি অব্যাহত রেখেছে।

 





0/Post a Comment/Comments