""

সাফ শিরোপা জয়ী পাহাড়ের ৫ নারী ফুটবলারকে হিল উইমেন্স ফেডারেশনের ফুলেল শুভেচ্ছা

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য পাহাড়ের পাঁচ কৃতি সন্তান ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, আনুচিং মগিনী, আনাই মগিনী ও মনিকা চাকমাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য ইশা চাকমা ও কাউখালী উপেজলা শাখার সাধারণ সম্পাদক সানুবাই মার্মার নেতৃত্বে ১১ সদস্যের একদল কর্মী গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণাদের গ্রামের বাসায় এ শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাত করেন। 

চট্টগ্রামে একটি স্থানীয় দৈনিক পত্রিকার সংবর্ধনা অনুষ্ঠান শেষে নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, আনুচিং মগিনী, আনাই মগিনী ও মনিকা চাকমা গতকাল রাত নয়টার দিকে ঋতুপর্ণাদের বাসায় এসে পৌঁছান। এ সময় মঘাছড়ি গ্রামের রাতের আঁধারের সুনসান নীরবতা ভেঙ্গে শতাধিক এলাকাবাসী বিপুল উসাহ উদ্দীপনায় তাদের বরণ করে নেয়। ঋতুপর্ণাদের এলাকার স্থানীয় সাংস্কৃতিক সংগঠন “কুন্ডোলি বৌদ্ধ সাংস্কৃতিক একাডেমী” তাদের সংবর্ধনা দেয় এবং তাদের জন্য বিশেষ ভোজসভা আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচ পাহাড়ি নারী খেলোয়াড়ের এ পর্যায়ে আসতে যাঁদের অবদান সবচেয়ে বেশী সেই প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক বীরসেন চাকমা এবং তৃণমূল পর্যায়ের কোচ শান্তিমুনি চাকমা উপস্থিত ছিলেন। হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ তাঁদেরও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।







0/Post a Comment/Comments