""

ইউপিডিএফ এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ৪ সংগঠনের আলোচনা সভা

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

"শত শহীদের আত্মবলিদানে গড়া ইউপিডিএফ এর পতাকাতলে সমবেত হোন, পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াই জোরদার করুন” এই আহ্বানে ইউপিডিএফ-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট এর মহানগর সভাপতি বিজয় চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি অংকন চাকমা। এছাড়াও চট্টগ্রামের বিশিষ্ট মুরুব্বিগণ সভায় বক্তব্য রাখেন।

সভার শুরুতে পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন,“৯৭ সালে সরকারের সাথে জেএসএস এর মধ্যকার চুক্তির ফলে ঝিমিয়ে পড়া আন্দোলনকে প্রাণ সঞ্চার করার লক্ষ্য ইউপিডিএফ গঠিত হয়েছিল। চুক্তির ফলে যেখানে পাহাড়ের মুক্তিকামী জনমানুষের স্বায়ত্তশাসনের আন্দোলন স্তিমিত হয়ে পড়ে সেখান থেকেই তকালীন তিন গণতান্ত্রিক সংগঠন ইউপিডিএফ গঠন করে নব উদ্যামে আন্দোলনের পথ দেখায়। ইউপিডিএফ দীর্ঘ ২৪ বছরে পাহাড়ি জনগণের ন্যায্য দাবি পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে।

বক্তারা আরো বলেন, পাহাড়ের নারী নির্যাতন, ভূমি বেদখলসহ সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে ইউপিডিএফ আপোষহীনভাবে প্রতিবাদ করে যাচ্ছে।

সভায় অংশগ্রহণকারী মুরুব্বিরা ‘আন্দোলনের জন্য বোদ্ধা, যোদ্ধা ও গুণসম্পন্ন তরুণ সমাজকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা থেকে বক্তারা জেএসএসকে সরকারের সাথে আপোষে না থেকে ও নিজেদের দুর্বলতা প্রকাশপূর্বক জনগণের সাথে মিশে গিয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকার মুরুব্বি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন ও চট্টগ্রামের ইউপিডিএফ ও তার সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।






0/Post a Comment/Comments