""

পানছড়ির ৫ ইউনিয়নে বিভিন্ন কর্মসূচিতে ইউপিডিএফ’র দুই যুগপূর্তি পালন

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

“পাহাড়ি ধ্বংসের নীলনক্সা ভেস্তে দাও, পাবর্ত্যবাসী সম্মুখে দু'টি পথঃ হয় পূর্ণস্বায়ত্তশাসন নয় বিনাশ” এই শ্লোগানে খাগড়াছড়ি পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফ’র দুই যুগপূর্তি পালিত হয়েছে।

আজ ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার ১নং লোগাং ইউনয়নে আয়োজিত অনুষ্ঠানে সকাল ৯টায়  ‘উইশেল ওভারকাম...’ গানটি বাজিয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ছাত্রদের নিয়ে গঠিত একটি চৌকস টিমের মাধ্যমে অস্থায়ী শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। ইউপিডিএফ, শহীদ পরিবারবর্গ, পিসিপি ও পার্বত্য নারী সংঘ অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে তষ্ণাঙ্কর চাকমা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক পলেভয় চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নেত্রী কল্যানী চাকমা।

একইভাবে ও একই সময়ে ২নং চেঙ্গী ইউনিয়নে প্রশিক্ষিত ছাত্রদের মাধ্যমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন ইউপিডিএফ, পিসিপি, ডিওয়াইএফ ও নারী সংঘের নেতৃবৃন্দ, শহীদ পরিবারবর্গ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

‘উইশেল ওভারকাম’ গানটি বাজিয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা।

এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বরুণ চাকমার সঞ্চালনায় পার্টির কেন্দ্রীয় বার্তা পড়ে শোনার ইউপিডএফের পানছড়ি ইউনিটের সমন্বয়ক আইচুক ত্রিপুরা। এরপর পাহাড়ি ছাত্র পরিষদ সাবেক কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা ইউপিডিএফের দুই যুগপূর্তি বুকলেটের মূল বক্তব্য ও প্রতিজ্ঞাপত্র পড়ে শোনান।

৩ নং পানছড়ি সদর ইউনিয়নে সকাল ৯ ঘটিকার সময়ে প্রশিক্ষিত ছাত্রদের মাধ্যমে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইউপিডিএফ ও ডিওয়াইএফ’র নেতৃবৃন্দ, শহীদ পরিবারবর্গ ও এলাকাবাসী। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সেখানেও ‘উইশেল ওভারকাম...’ গানটি বাজিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ইউপিডিএফ সংগঠক নীবর ত্রিপুরা'র সভাপতিত্বে ও সদস্য বিজয় চাকমা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সদস্য সুমন ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা সভাপতি এস মঙ্গল চাকমা প্রমুখ।

৪ নং লতিবান ইউনিয়নে সকাল ৯ ঘটিকার সময়ে প্রশিক্ষিত ছাত্রদের মাধ্যমে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

‘উইশেল ওভারকাম...’ গানটি বাজিয়ে পতাকা উত্তোলন করা হয়। এতে ইউপিডিএফ সংগঠক সম্রাট চাকমার সভাপতিত্বে ও বিকাশ চাকমা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটির সহসাধারণ সম্পাদক পিংকু চাকমা ও শহীদ পরিবারের সদস্য সীমা চাকমা প্রমুখ।

৫নং উল্টাছড়ি ইউনিয়ন ও তাইন্দংয়ে যৌথভাবে কর্মসূচি পালন করা হয়। এতে স্বাধীন চাকমা'র সঞ্চালনায় ইউপিডিএফ সংগঠক দীপেন চাকমা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ সদস্য জর্জেন চাকমা, বিশিষ্ট মুরব্বী বিশ্ব চাকমা, বাদশা কুমার কার্বারী, সুকুমার কাব্বারী, বিমল কার্বারী ও ডিওয়াইএফ পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রিপন ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, ইউপিডিএফ প্রতিষ্ঠার অধিকার বঞ্চিত জুম্মো জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই পার্টি জনগণের কল্যাণে সর্বদা নিবেদিত রয়েছে। সঠিক নীতি ও আদর্শের কারণে দীর্ঘ ২৪ বছর ধরে নিষ্ঠুর দমন-পীড়ন চালিয়েও পার্টির অগ্রযাত্রা থেমে রাখা যায়নি, ভবিষ্যতেও যাবে না। জনগণের সহযোগিতা নিয়ে পার্টি তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে।

ইউপিডিএফ’র দুই যুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী তীর ধনুক দিয়ে প্রতীকী দালাল মারা ও চিত্রাঙ্গন, কবিতা ও গানের প্রতিযোগিতা আয়োজন করা হয়। এছাড়া বিকালে ৫টি ইউনিয়নে এলাকার যুবক-যুবতীদের নিয়ে চা-চক্র আয়োজন করা হয়।


 





0/Post a Comment/Comments