""

মহালছড়িতে ইউপিডিএফ’র দুই যুগপূর্তি পালন

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দুই যুগপূর্তি পালিত হয়েছে।

গতকাল ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার সকালে দলীয় পতাকা উত্তোলন ও পতাকার প্রতি সম্মান প্রদর্শন, শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দুই যুগপূর্তির অনুষ্ঠান পালন করা হয়। এতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শহীদ পরিবারবর্গসহ এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন।


পুষ্পস্তবক অর্পণ শেষে ইউপিডিএফের মহালছড়ি ইউনিটের সমন্বয়ক মিত্র চাকমা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক প্রকাশ চাকমা।

মিত্র চাকমা বলেন, ১৯৯৭ সালে সরকার ও জেএসএস’র চুক্তির আগে তকালীন তিন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, পাহাড়ি গণ পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ সরকারের প্রতারণা সম্পর্কে জেএসএসকে সতর্ক করে দিয়েছিলেন, যা আজ প্রমাণিত হয়েছে। চুক্তির ২৫ বছরেও জুম্ম জনগণ তাদেরে বেদখল হওয়া জমি, নিরাপত্তা ও আত্মসম্মানবোধ ফিরে পায়নি। উল্টো চুক্তির সুফল ভোগ করছে, দালাল-সুবিধাবাদী ও সেটলার বাঙালিরা।

তিনি ভূমি বেদখলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, আজকে মাইসছড়ির বিভিন্ন জায়গায় সেটলার বাঙালিরা ভূমি বেদখল করছে। বান্দরবানের লামায় ম্রো ও ত্রিপুরাদের উচ্ছেদ করতে রাবার কোম্পানি কর্তৃক তাদের ৪০০ একর জমি কেড়ে নেয়ার পাঁয়তারা চালানো হচ্ছে।

তিনি বলেন, আমাদের জমি, ভিটেমাটিসহ সকল প্রাকৃতিক সম্পদক আমাদেরকেই রক্ষা করতে হবে। অন্যথায় আমরা জুম্ম জাতি হিসেবে টিকে থাকতে পারবো না।

ইউপিডিএফ নেতা বলেন, এদেশের শাসকগোষ্ঠি আমাদের ন্যায্য দাবি মেনে না নিয়ে অন্যায় দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু যতই দমন-পীড়ন চালানো হোক না কেন অধিকার আদায়ের ন্যায্য আন্দোলন কখনো স্তব্ধ করা যাবে না। যতদিন অধিকার প্রতিষ্ঠা হবে না, যতদিন জুম্ম জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না ততদিন আমাদের আন্দোলন চলতেই থাকবে।  রক্ত দিয়ে আমরা পূর্ণস্বায়ত্তশাসন আদায় করবোই।

তিনি পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার লক্ষ্যে ইউপিডিএফের পতাকাতলে সমবেত হওয়ার জন জনগণের প্রতি আহ্বান জানান।

বক্তব্য প্রদান শেষে তিনি দুই যুগপূর্তি উপলক্ষে ইউপিডিএফের কেন্দ্রীয় বার্তা পড়ে শোনান এবং উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের অস্থায়ী স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রামে অবিচল থাকার শপথ গ্রহণ করান।






0/Post a Comment/Comments