""

বাঘাইছড়িতে ইউপিডিএফের উদ্যোগে যুব সমাজের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ



বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৬ এপ্রিল ২০২৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলিতে আসন্ন বৈ-সা-বি (বৈসু, সাংগ্রাই-বিঝু...) উপলক্ষে ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে যুব সমাজের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৬ এপ্রিল ২০২৪) সকাল ১০টার ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের সংগঠক আর্জেন্ট স্হানীয় চারটি গ্রামের যুব সমাজের মাঝে এই খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। 

এসময় আর্জেন্ট চাকমা বলেন, খেলাধুলায় শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। তাই যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী হওয়া দরকার।  

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের যুব সমাজ সুযোগ পেলে খেলাধুলায় অনেক ভালো করতে পারে, দেশের জন্য বড় অবদান রাখতে পারে। কিন্তু রাষ্ট্রের কাছে তারা সে সুযোগ পায় না।

তিনি মাদক, জুয়ায় আসক্ত না থেকে খেলাধুলার মাধ্যমে শারিরীক ও মানসিক শক্তি বৃদ্ধি করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান।

আর্জেন্ট চাকমা আসন্ন ‘বিঝু’ উৎসবে নিজেদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করার জন্যও সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 





0/Post a Comment/Comments