""

প্রবীন রাজনীতিক হায়দার আকবর খান রনোকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছে পিসিপি

 

প্রবীন রাজনৈতিক বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মরদেহের উদ্দেশ্যে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৩ মে ২০২৪

প্রবীণ রাজনীতিক বামপন্থী নেতা ও একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রনোর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ সোমবার (১৩ মে ২০২৪) সকাল সাড়ে ১১ টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও অর্থ সম্পাদক নরেশ ত্রিপুরার নেতৃত্বে পিসিপির নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন।

পিসিপি সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার নেতৃত্বে পিসিপির শ্রদ্ধা  নিবেদন

শ্রদ্ধা নিবেদন শেষে পিসিপি’র সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা শোক বইয়ের মন্তব্য পৃষ্ঠায় লিখেন, “১৯৯৭ সালের ২রা ডিসেম্বর ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ সম্পাদিত হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি যখন টানাপোড়ন চলছিল, সে সময় ২০০০ সালে পিসিপি’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করে আপোষহীন ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের তথা পাহাড়ে ছাত্র সমাজকে সাহস ও শক্তি যুগিয়েছেন।”

মৃত ব্যক্তির উদ্দেশ্যে শোক বইয়ে বার্তা লিখছেন সিপিসি’র সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা


“কমরেড হায়দার আকবর খান রনো আজীবন নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য লড়াই করে গেছেন।  আমাদের সংগঠন ও পাহাড়ে ছাত্র সমাজ তাঁকে মনে রাখবে।”


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।










0/Post a Comment/Comments