""

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাউখালীতে আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ জুন ২০২৪

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙ্গামাটির কাউখালীতে আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান সম্পন্ন হয়েছে।

আজ ৫ জুন ২০২৪, বুধবার বেলা ১:০০টার সময় কাউখালীর ঘাগড়া ইউনিয়নের পানছড়ি উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পানছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুরেশ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ নেতা অমিয় চাকমা, প্রধান শিক্ষক নতুন জয় চাকমা, সহকারী শিক্ষক মো. এনামুল হক ও বিশিষ্ট মুরুব্বী বিন্দু কুমার চাকমা। সভা পরিচালনা করেন পিসিপি নেতা জিপল চাকমা।

সভায় বক্তারা প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এসব দ্রব্যের অবাধ ব্যবহারে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

এছাড়া অবাধে বনজ বৃক্ষ নিধন করায় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে উল্লেখ করে তারা এই বর্ষা মৌসুমে প্রচুর বৃক্ষ রোপনের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করে ধরে রাখার আহ্বান জানান।

সভায় স্কুলের ছাত্র ছাত্রীরা ছাড়াও স্থানীয় দোকানদার ও কাঠ ব্যবসায়ীর নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আশেপাশের দোকানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।




এদিকে, দিবসটি উপলক্ষে হারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়েও সংশ্লিষ্ট এলাকায় এক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ইউপিডিএফ সংগঠক প্রত্যুশা চাকমা, পিসিপি নেতা দীপায়ন চাকমা ও যুব ফোরাম নেতা থুইনু মং মারমা এতে নেতৃত্ব দেন।






সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments