মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কাঁঠাল পাড়া
এলাকা থেকে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা ইউপিডিএফের
তিন কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) বিকালে এ অপহরণের
ঘটনা ঘটে।
অপহরণের শিকার ইউপিডিএফ কর্মীরা হলেন- তুফান
ত্রিপুরা (৪০), সুরেশ ত্রিপুরা (৫০) ও বিকাশ ত্রিপুরা (৩৬)।
জানা যায়, আজ বিকাল ৩টার দিকে সাংগঠনিক কাজে
যাওয়ার সময় মাটিরাঙ্গা সদরের কাঁঠাল পাড়া এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা নব্যমুখোশ
সন্ত্রাসীরা উক্ত তিন ইউপিডিএফ কর্মীকে অপহরণ করে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদেরকে কোথায়
নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।